Deoghar Ropeway Accident : ২০ ঘন্টা অতিবাহিত হলেও, আটকে প্রায় ৫০ জন পর্যটক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/04/2022   শেষ আপডেট: 11/04/2022 6:08 p.m.

এটিই ছিল ভারতের একমাত্র উচ্চতম 'ভার্টিকাল রোপওয়ে'

রোপওয়ে দুর্ঘটনার পর ২০ ঘন্টা অতিবাহিত হলেও, এখনও ২,০০০ ফুট উঁচুতে আটকে প্রায় ৫০ জন পর্যটক। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার। রোপওয়ের তারের জন্য উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, দেওঘরে নিত্যদিন বহু পর্যটকের আনাগোনা। তাঁদের উদ্দেশ্যেই মূলত ঝাড়খণ্ড সরকার "৭৬৬ মিটার দীর্ঘ রোপওয়ে" তৈরি করেছিলেন। আর এটিই নাকি ভারতের উচ্চতম 'ভার্টিকাল রোপওয়ে', অন্তত ঝাড়খণ্ড সরকারের পর্যটন দফতর এমনটাই দাবি করে।

প্রসঙ্গত, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ে একাধিক রোপওয়ের ধাক্কা লাগে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পর্যটক। গভীর রাতে এক মহিলার মৃত্যু হয়েছে।

ঘটনায় কার্যত উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাখ ভজন্ত্রী জানিয়েছেন, "পর্যটকদের সুরক্ষিত স্থানে নিয়ে যেতে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার রয়েছে। রবিবার রাত থেকেই ঘটনাস্থলে আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বাহিনী। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।"