লাগানো হচ্ছে সিসিটিভি, তালা পড়ল লালকেল্লা চত্বরের দোকানে, স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে দিল্লি পুলিশ
নিরাপত্তার বজ্রআঁটুনিতে ঘিরে ফেলা হচ্ছে লালকেল্লা চত্বর
আগামীকাল ১৫ আগস্ট, দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day)। 'আজাদী কা অমৃত মহোৎসব' পালনের জন্য চরম ব্যস্ততা সব মহলেই। তবে স্বাধীনতা দিবসে যাতে না কোনো অঘটন ঘটে, তাই আগে থাকতেই তৎপর হচ্ছে পুলিশ প্রশাসন। প্রাক স্বাধীনতা দিবসকালে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। ইতিমধ্যেই রাজধানীর লালকেল্লা (Red Fort) সংলগ্ন দোকানগুলি সিল করা হয়েছে। আগামীকাল পতাকা উত্তোলিত হবে এই লালকেল্লায়। সেইসময় যেন কোনোপ্রকার বিঘ্ন সৃষ্টি না হয় তাই আগে থাকতেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজধানী শহরের পুলিশ।
দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর যোগেশ কুমার জানান যে স্বাধীনতা দিবসে নিরাপত্তার বজ্রআঁটুনি রক্ষা করতে লালকেল্লা সংলগ্ন এলাকায় ৪০০ টি সিসিটিভি ইনস্টল করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে টানা ২৪ ঘন্টা নজরদারি চলবে আগামীকাল। কোনোরুপ যেন বাধা বিপত্তি না ঘটে তা খতিয়ে দেখবে দিল্লি পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ স্বাধীনতা দিবসে দেশের প্রতিটি বাড়িতে উত্তোলন করতে হবে পতাকা। দেশমাতৃকাকে সম্মান জানানোর জন্য কেন্দ্র সরকারের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসাযোগ্য।