মাঙ্কিপক্সে আক্রান্ত আর‌ও ১, কেরলের পর এবার সংক্রমণ দিল্লিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2022   শেষ আপডেট: 24/07/2022 3:51 p.m.
https://twitter.com/TessaRDavis

দিল্লির সংক্রামিত ব্যক্তির বিদেশযাত্রার কোনো রেকর্ড নেই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে শনিবার‌ই মাঙ্কিপক্সকে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। আর ঠিক একদিনের মধ্যেই ভারতে বাড়ল মাঙ্কিপক্স রোগীর সংখ্যা। এতদিন কেবল কেরলেই ছিল সংক্রামিতদের আঁতুড়ঘর। এবার তা এসে পৌঁছাল রাজধানী দিল্লিতেও‌।

দিল্লিবাসী একজনের শরীরে মিলেছে মাঙ্কিপক্সের উপসর্গ। বয়স ৩১, পশ্চিম দিল্লীর বাসিন্দা। চিন্তার বিষয় হল, তার বিদেশযাত্রার কোনো রেকর্ড নেই। কিছুদিন আগে হিমাচল প্রদেশে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। শরীরে উপসর্গ মেলায় মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। রিপোর্ট পজিটিভ এসেছে।

এই নিয়ে চারজনের শরীরে মিলেছে মাঙ্কিপক্স। প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হন কেরলের এক ব্যক্তি। তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। দ্বিতীয়জন ফিরেছিলেন দুবাই থেকে কেরলে। ইতিমধ্যেই ৭৫টি দেশে ১৬ হাজার মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিশ মিলেছে। ইতিমধ্যেই ৫ জন মারাও গিয়েছেন এই রোগে।