সরকারি স্কুলের ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা, অভিভাবকদের লাইভ ক্লাস নজরদারির সুযোগ
দিল্লির সরকারি স্কুলে বিশ্বমানের পরিষেবা, ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা, থাকছে লাইভ ক্লাস পর্যবেক্ষণের সুযোগ
সরকারি স্কুল, থাকবে সিসিটিভি ক্যামেরা। এখানেই শেষ নয়, বাড়িতে বসে অভিভাবকরা দেখতে পাবেন তাঁদের ছেলেমেয়েদের অবস্থান। প্রয়োজনে দিতে পারবেন পরামর্শ। ভাবছেন, কোন সিনেমার চিত্রনাট্য? না, বাস্তবে রাজধানী দিল্লির (Delhi) সরকারি স্কুলে খুব শীঘ্রই এমন পরিষেবা আনতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার।
সূত্রের খবর, ২০১৯ সালেই আম আদমি পার্টি সরকারি স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করেছিল। তবে গত দু'বছর করোনা পরিস্থিতির কারণে কোন রাজ্যেই তেমন অফলাইন ক্লাস হয়নি। কিছুদিন শুরু হলেও ফের করোনার দাপটে তা বন্ধ হয়ে গিয়েছিল। তবে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দিল্লির বুকে সমস্ত সরকারি স্কুলে সিসিটিভি ক্যামেরা বসতে চলেছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লির পিডব্লিউডি বিভাগ শীঘ্রই সরকারি স্কুলের ক্লাসরুমগুলিতে সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে। সেইসঙ্গে অভিভাবকরা সেই ক্লাসের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। কীভাবে এই প্রক্রিয়া কাজ করবে? সূত্র মারফত খবর, একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি চলবে। অভিভাবকদের নির্দিষ্ট লগ ইন আইডি থাকবে, যা প্রত্যেক অভিভাবকের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রিকৃত থাকবে। সেই আইডি দিয়ে মিলবে লাইভ ক্লাস পর্যবেক্ষণের সুযোগ।
এমনিতেই দিল্লিতে সরকারি স্কুলের পরিকাঠামো আমূল বদলে গিয়েছে। একটি পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির বুকে গত কয়েক বছরে বেসরকারি স্কুলে পড়ার প্রবণতা ক্রমশ কমছে। সাধারণ মানুষের পাশাপাশি অভিজাত সম্প্রদায়ের মা-বাবারাও তাঁদের বাড়ির ছেলেমেয়েদের সরকারি স্কুলে পাঠাচ্ছেন। মিলছে বিশ্বমানের শিক্ষা পরিকাঠামো।