রাজ্যে কমল পেট্রলের দাম, একধাক্কায় লিটারপিছু ৮ টাকা কমে গেল
আজ মধ্যরাত থেকেই এই নয়া দাম কার্যকর করা হবে বলেই সূত্রের খবর
রাজ্যে কমল পেট্রলের (Petrol) দাম। পেট্রলের উপর থেকে ভ্যাট (VAT) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করা হল রাজ্যে। এর ফলে একধাক্কায় অনেকখানি কমে গেল পেট্রলের দাম। বর্তমানে রাজ্যে পেট্রলের দাম কমল লিটারপিছু ৮ টাকা। আজ মধ্যরাত থেকেই এই নয়া দাম কার্যকর করা হবে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, গত ২৭ দিন ধরেই পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি, তবে একধাক্কায় লিটারপিছু ৮ টাকা করে দাম কমায় বেজায় খুশি সাধারণ মানুষ। দিল্লির মুখ্যমন্ত্রী (CM) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) এমন প্রস্তাবে খুশি সমস্ত দিল্লিবাসী।
প্রসঙ্গত, গত অক্টোবর থেকেই রাজ্যে লাফিয়ে বেড়েছিল পেট্রোপণ্যের দাম। পরে নভেম্বরের শুরুতে কেন্দ্রের তরফে আবগারি শুল্ক কমানোর ঘোষণা করা হলেও বহু রাজ্যের তরফে সেভাবে কমানো হয়নি দাম। আকাশ ছুঁয়ে ফেলেছিল ডিজেলের (Diesel) দামও। তবে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বে তাঁর মন্ত্রিসভার একটি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতেই খুশির আমেজ দিল্লিতে।