কেন্দ্রীয় কর্মচারীদের জুলাই থেকে বাড়ছে মহার্ঘভাতা, তবে বাকি থাকবে 'এরিয়ার'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/06/2021   শেষ আপডেট: 09/06/2021 11:46 a.m.

জেনে নিন কত শতাংশ বাড়ছে মহার্ঘভাতা

১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘভাতা বা ডিএ (DA) বাড়তে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এই নতুন ডিএ মিলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক তেমনই সবুজ সংকেত দিয়েছে। তবে কোভিড (Covid) পরিস্থিতির কারণে কোন বকেয়া বা এরিয়ার এখন আর মিলবে না।

এই মুহূর্তে কেন্দ্র সরকারের কর্মচারীরা ১৭ শতাংশ ডিএ পান। ২০১৯ এর জুলাইয়ে শেষবার তা কার্যকর হয়েছিল। ২০২০-র ১ জানুয়ারিতে তা পুনর্বিবেচনার কথা জানিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু কোভিড অতিমারির কারণে তা হয়নি। এমন পরিস্থিতিতে ২০২০ সালের ২৩ এপ্রিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল ২০২১ এর জুন পর্যন্ত মহার্ঘভাতা বৃদ্ধি স্থগিত থাকবে। দীর্ঘ সময় ডিএ বৃদ্ধি স্থগিত থাকায় কেন্দ্র সরকারের কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছিল। এমন অবস্থায় জুলাই থেকে ডিএ বৃদ্ধির খবরে স্বস্তি মিলেছে কেন্দ্র সরকারের কর্মচারীদের।

সরকারি সূত্রে খবর, মোট ১১ শতাংশ ডিএ বাড়তে চলেছে। সেই হিসেবে গত ১৭ শতাংশের সঙ্গে এই ১১ শতাংশ যুক্ত হয়ে নতুন ডিএ ২৮ শতাংশ হতে চলেছে। তবে ডিএ বাড়লেও বকেয়া আপাতত বাড়ছে না।