চেন্নাই সুপার কিংসে করোনা থাবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/08/2020   শেষ আপডেট: 19/09/2020 1:54 a.m.
@ChennaiIPL

আইপিএলের জন্য দুবাই পৌঁছে করোনা আক্রান্ত সিএসকের একাধিক সদস্য

১৯ শে সেপ্টেম্বর শুরু হতে চলা আইপিএলে প্রথম ম্যাচ খেলার কথা চেন্নাই সুপার কিংসের। কিন্তু গতকাল থেকেই সুপার কিংসের একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় সবটাই এখন প্রশ্নচিহ্নের মুখে।

ভারতে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় আইপিএলের ১৩ তম সংস্করণ সংযুক্ত আরব আমিরসাহিতে আয়োজিত হচ্ছে। সব দলই ইতিমধ্যে পৌঁছে গেছে দুবাই কিংবা আবু ধাবিতে তাদের জন্য বরাদ্দ হোটেলে। নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমেছে অনেক দল। কিন্তু এই পরিস্থিতিতে আইপিএল শুরুর তিন সপ্তাহ আগে এক দলের এতো সদস্যের রিপোর্ট পজিটিভ আসায় সকলেই চিন্তিত। যদিও সিএসকে কিংবা ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। আজ তাঁদের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট আসার কথা। তারপরেও জানা যাবে করোনা আক্রান্ত খেলোয়ারদেরসূচি।

@ChennaiIPL

যখন সমস্ত দলের সদস্যরা পিপিই কিট পড়ে যাতায়াত করছেন তখন সিএসকের খেলোয়ারদের মুখে ন্যুনতম মাস্ক পর্যন্ত দেখা যায়নি অধিকাংশ সময়। ফলেই আইপিএল নিয়ে দেওয়া বোর্ডের গাইডলাইন না মানার অভিযোগ উঠতে শুরু করেছে ধোনিদের বিরুদ্ধে।