ট্রফি নয়, ম্যাচের সেরা হয়ে পাঁচ লিটার পেট্রল জিতল ক্রিকেটার !
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব এই প্রতিবাদ নিমেষে ভাইরাল নেটদুনিয়ায়
পেট্রোপণ্যের মূল্য রেকর্ড ছাড়িয়ে এখনো বাড়ছে উত্তরোত্তর। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতেও নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে বিরোধীরা। একইসঙ্গে পাল্লা দিয়ে চলেছে হাসি মজার মিম-চুটকি-কমিক নানাবিধ কৌতুক। কিছুদিন আগেই তামিলনাড়ুর কারুর জেলার একটি পেট্রোল পাম্প থেকে নোটিশ দেয়া হয় থিরুক্কুরাল নামে এক বিশেষ ধরনের কবিতার পঙক্তি শিশুরা যদি নির্ভুল আবৃত্তি করতে পারে তবে এক লিটার করে পেট্রল পুরস্কার দেওয়া হবে। ভাইরাল হয় সেটিও। এবার মধ্যপ্রদেশের ভোপালের ক্রিকেট ম্যাচের বিজয়ীর পুরস্কার হিসেবেও জায়গা করে নিয়েছে পেট্রল।
স্থানীয় এই ক্রিকেট প্রতিযোগিতায় ম্যাচ জেতার পর দিনের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত সালাউদ্দিন আব্বাসিকে পুরস্কার হিসেবে ট্রফির বদলে দেয়া হল পাঁচ লিটার পেট্রল। নাগামপল্লি গ্রামের পেট্রোল পাম্পের মালিক ভাল্লুভার এজেন্সিসের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়েছিল। অন্যান্য সংবাদসূত্র মারফৎ খবর, এই ম্যাচের উদ্যোক্তা ছিলেন কংগ্রেস নেতা মনোজ শুক্লা। এই অভিনব প্রতিবাদ সহজেই নজর কেড়েছে নেটবাসীর।