সারা দেশেই বিনামূল্যে টীকা, গুজবে কান নয়ঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
প্রথমে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের অগ্রাধিকার
নতুন বছরের শুরুতেই দেশ জুড়ে আশার খবর। জোর কদমে একাধিক করোনা ভ্যাকসিনের শেষ মূহুর্তের ট্রায়াল চলার পাশাপাশি এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করলেন সারা দেশেই বিনামূল্যে দেওয়া হবে এই টীকা।
আরও পড়ুন
দিল্লির গুরু তেজবাহাদুর হাসপাতাল থেকে আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রান এবং পরীক্ষামূলক ব্যবস্থা তদারকি করে ফেরার সময়ে সংবাদদাতাদের তিনি জানান, শুধু দিল্লি নয়, সারা দেশেই বিনামূল্যে মিলবে ভ্যাকসিন। সঙ্গে হর্ষ বর্ধন এও জানান, কেউ যেন, অর্থের বিনিময়ে টীকা দেওয়া নেওয়ার কোনো গুজবে কান না দেন, কারণ পোলিও টীকার সময়েও দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছিল, অথচ আজ ভারতবর্ষ একটি পোলিও মুক্ত দেশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি রাজ্যেই নির্দিষ্ট নিয়ম এবং গাইডলাইন্স মেনে টীকার ড্রাই রান চলছে।