Covid-19 Vaccination : ১০০ কোটির মাইলফলক ছুঁল দেশ
"এরপরও রাজ্য বলবে ভ্যাকসিন পায়নি" রাজ্যকে কটাক্ষ দিলীপ ঘোষের
কোভিড টিকাকরণে (Covid-19 Vaccination) ইতিহাস তৈরি করল ভারত। মাত্র ৯ মাসের মধ্যেই ভারত কোভিড টিকাকরণে ১০০ কোটির মাইলফলক তৈরি করল। এদিন সকালেই ১০ টা নাগাদ কেন্দ্রের তরফে জানাল হল, দেশে ১০০ কোটি মানুষ কোভিড টিকা পেয়েছেন। টিকাকরণের ক্ষেত্রে প্রথম পাঁচটি রাজ্য হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট ও মধ্যপ্রদেশ। নীতি আয়োগের এক কর্তা ড. ভিকে পল জানিয়েছেন, মাত্র ৯ মাসের মধ্যে এমন কৃতিত্ব ভারত ছাড়া বিশ্বের অন্য কোন দেশ তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকেই দেশে গণটিকাকরণ কর্মসূচি নেওয়া হয়। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, এ বছরের ডিসেম্বরের মধ্যেই ১০০ কোটি টিকা দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের আগেই সেই মাইলফলক তৈরি করল ভারত। গতকাল ৯৯ কোটির বেশি টিকাকরণের কাজ শেষ হয়েছিল। আজ ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছানো ছিল কেবল সময়ের অপেক্ষামাত্র। সকাল ১০ টা নাগাদ এক বিবৃতি মারফত কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল দেশ ১০০ কোটি কোভিড টিকাকরণের কাজ সম্পন্ন করেছে। মাত্র ২৭৯ দিনের মধ্যেই ১০০ কোটির রেকর্ড ছুঁল ভারত।
গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছিলেন, যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, শীঘ্রই টিকা নিয়ে দেশের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এদিন কোভিড টিকাকরণের উপর গায়ক কৈলাশ খেরের একটি সংগীত প্রকাশ করেন। এমনকী লালকেল্লায় একটি দৃশ্য-শ্রাব্য ফিল্মও তিনি প্রকাশ করেছেন, যেখানে দেশে কোভিড টিকাকরণের ঐতিহাসিক মুহূর্তকে তুলে ধরা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ড. পুনম ক্ষেত্রপল সিং ভারতের এই গৌরবোজ্জ্বল ঐতিহাসিক মুহূর্তকে অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে এদিন সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ১০০ কোটি কোভিড টিকাকরণ নিয়ে রাজ্যকে বিঁধলেন। তিনি জানালেন, এরপরও রাজ্য বলবে তারা টিকা পায় না। পাশাপাশি দেশের কোভিড টিকাকরণে ১০০ কোটি অতিক্রমে তিনি যারপরনাই খুশি হয়েছেন। জানিয়েছেন, "নিঃসন্দেহে এটা একটা গৌরবের দিন। নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আছেন বলে দেশে এত অল্প সময়ে তা সম্পন্ন হল। সারা দেশের মানুষ খুশি। আমাদেরও খুশি হতেই হবে।"