কোভিড আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে কানে কম শোনার সমস্যা, চিন্তায় ডাক্তাররা
ইতিমধ্যেই ১৫ জন আক্রান্ত এই উপসর্গে
আপনি কি সম্প্রতি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং সম্প্রতি কম শুনছেন? তাহলে আপনি হয়তো জানেন না আপনার কানে কম শোনা কিন্তু আপনার করোনা আক্রান্ত হওয়ার প্রভাবেও হয়ে থাকতে পারে। সম্প্রতি এরকম একটি উপসর্গ সামনে আছে যেখানে দেখা যাচ্ছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কানে শোনার একটা সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যা তাদের হচ্ছে যারা সম্প্রতি করোনা ভাইরাস থেকে সেরে উঠছেন এবং কয়েক জনের ক্ষেত্রে কিন্তু এটি সারানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি দিল্লির একটি সরকারি হাসপাতালে ১৫ জন করোনা রোগী এই উপসর্গ নিয়ে এসেছেন।
দিল্লির একজন ডাক্তার সৌরভ নারায়ান ২১ দিন ধরে এই আইসিইউতে থেকে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে ফিরেছেন। কিন্তু তারপরে তিনি আর আগের মতো ভালো ভাবে শুনতে পারছেন না বলে জানিয়েছেন। এছাড়াও আরো অনেকজন কানে না শোনার উপসর্গ নিয়ে আসছেন। অনেকের ক্ষেত্রে এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখন তাদের হিয়ারিং এইড অর্থাৎ কানে শোনার যন্ত্র লাগিয়ে তারপর সব কথা শুনতে হচ্ছে। দিল্লির আম্বেদকর হাসপাতলে ইতিমধ্যেই ১৫ জন রোগী এই কানে না শোনার উপসর্গ নিয়ে এসেছেন। অনেকে আবার এমন সময় আসছেন যখন ডাক্তারের হাতে আর কিছু থাকছেনা তাদেরকে কানে শোনার যন্ত্র দিতেই হচ্ছে। তাই বেশ কিছু ডাক্তার জানাচ্ছেন, যদি আপনি করোনা আক্রান্ত থাকেন এবং আপনি কানে সিটি দেওয়ার মতো কোনো আওয়াজ পান বা আপনি শুনতে কম পান, তাহলে আপনি হয়ত করোনার এই উপসর্গের আক্রান্ত।