হিমাচল প্রদেশ যেতে হলে এবারে অবশ্যই লাগবে করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট, এই কয়েকটি রাজ্যের উপর রইল নির্দেশিকা
যে সমস্ত রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে সেই সমস্ত রাজ্যের উপর নতুন নির্দেশিকা জারি করেছে হিমাচল সরকার
বাড়তে থাকা করোনাভাইরাস কেস এর মাঝেই এবারে হিমাচল প্রদেশ সরকার ঘোষণা করে দিল এবার থেকে পাঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, রাজস্থান এবং উত্তর প্রদেশের মানুষদের হিমাচল প্রদেশ আসতে গেলে করোনাভাইরাস এর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এই রিপোর্ট যেন ৭২ ঘন্টার পুরনো না হয়। বর্তমানে এই ৬ টি রাজ্যের করোনাভাইরাস এর ঘটনা সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছে, তাই এই ৬টি রাজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ঘোষণা করেছেন, এই মুহূর্তে রাজ্যে ভ্রমণ যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে, কিন্তু অবশ্যই তাদেরকে রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলতে হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, টেস্টিং, ট্রেসিং এবং ট্রিটমেন্ট এর ওপর হিমাচল প্রদেশ বর্তমানে নির্ভর করছে। এছাড়াও মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করা হচ্ছে পুরো হিমাচল প্রদেশ জুড়ে। RT-PCR টেস্টের মাধ্যমে এই টার্গেট পূরণ করা হবে'। গত ৪৫ দিনে হিমাচল প্রদেশে ১০,৬৯০ নতুন করোনা ভাইরাস এর কেস ধরা পড়েছে। এই সংখ্যাটি লাগাতার ঝড়ের গতিতে বেড়ে চলেছে। তার সাথে সাথে মৃত্যুর পরিমাণ বেড়েছে পাল্লা দিয়ে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, গত ৪৫ দিনের মধ্যে ১২০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। যদিও সেই রাজ্যের সরকার ঘোষণা করেছে, নবরাত্রী উৎসব চলাকালীন সময়ে এই রাজ্যে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে মন্দির দেখার জন্য। তবে লঙ্গার, ভান্ডারা এবং জাগ্রাতা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।