ফেব্রুয়ারী তেই কি করোনা মুক্ত হচ্ছে দেশ?
কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটির মতে ফেব্রুয়ারীতেই অবসান ঘটবে করোনার
করোনা সংক্রমন এখনও ক্রমবর্ধমান। আজকেও সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার মানুষ। মৃত্যুও ঘটেছে প্রায় হাজারখানেক। এর মধ্যেই আশার খবর দিল কেন্দ্রীয় সরকার নিযুক্ত কমিটি। এই কমিটি গঠন করা হয়েছে দেশের কয়েকটি আইআইটি, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর সদস্যদের নিয়েই গঠন করা হয়েছে। এই কমিটির তরফে বলা হয়েছে যে করোনা ভাইরাসের ভয়াবহতা দেখে ফেলেছে দেশ। আগামী বছর ফেব্রুয়ারী মাসেই করোনা সংক্রমণ থামবে।
বর্তমানে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ। অনুমান করা হচ্ছে আগামী ফেব্রুয়ারী তেই ১ কোটি ৫ লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন। কমিটি থেকে জানানো হয়েছে, সমস্ত নিয়ম মানলে ফেব্রুয়ারী তে রোধ করা যাবে করোনাকে। সমস্ত অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা থাকবেই না প্রায়। তবে একসঙ্গে অনেক মানুষের জমায়েত বৃদ্ধি করতে পারে সংক্রমণ। গত ২৮শে মার্চ থেকে দফায় দফায় মোট ৬৮টি দিন লকডাউন হয়েছে। কমিটি মনে করছে যে পরিমাণে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ছিল এই লকডাউন ফলের তা অনেকটা আটকানো গেছে