নির্বাচন কমিশনে করোনার ছায়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/04/2021   শেষ আপডেট: 20/04/2021 1:39 p.m.
রাজীব কুমার ও সুশীল চন্দ্র -twitter @ECI, wikipedia@sushil chandra

করোনা আক্রান্ত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও নির্বাচন কমিশনার রাজীব কুমার

পশ্চিমবঙ্গে এখনও ৩ দফা নির্বাচন বাকি। এরমধ্যে খোদ নির্বাচন কমিশনে করোনা আক্রান্তের খবর। এবার করোনায় আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তাছাড়া সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার।

গত ১৩ এপ্রিল সুনীল আরোরার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সুশীল চন্দ্র। বিশেষ সূত্রে জানা গেছে, তখন থেকেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত ছিলেন। যে কারণে তিনি এ কয়েকদিন বাড়িতে বসে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র করোনা আক্রান্ত। তাই তাই নয়, নির্বাচন কমিশনার রাজীব কুমারও করোনা আক্রান্ত হয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। এমনকি কমিশনের অফিসে কমবেশি ৩০ জন কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। মুখ্য নির্বাচন কমিশনার সুশীলচন্দ্র আক্রান্ত হওয়ায় পশ্চিমবঙ্গের বাকি ৩ দফা নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও তাঁরা এতদিন বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের কাজ করছিলেন।

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এমন অবস্থা নির্বাচন কমিশনে করোনার ছায়া কার্যত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের আগামী নির্বাচন ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছিলেন বাকি দফার ভোট গুলি যাতে একসঙ্গে করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নির্বাচন কমিশন কার্যত নাকচ করেছিলেন। এমন অবস্থায় নির্বাচন কমিশনে করোনার ছায়া নিয়ে কী বলবেন নির্বাচন কমিশন, সে প্রশ্ন রেখেছেন ওয়াকিবহাল মহল।