করোনার থাবা এবার দেশের শীর্ষ আদালতে
শীর্ষ আদালতের ৫০ শতাংশ কর্মীর করোনা সংক্রমণ
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। রোজ আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার দেশের শীর্ষ আদালতেও বসল করোনার থাবা। বিশেষ সূত্রে খবর, এবার শীর্ষ আদালতের ৫০ শতাংশ কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
সূত্রের খবর, দেশের শীর্ষ আদালতের ৫০ শতাংশ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এই নিয়ে আদালতের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। করোনার কবলে শীর্ষ আদালত চলে আসায় গুরুত্বপূর্ণ মামলার শুনানির কার্যভার নিয়ে চিন্তিত হয়ে পড়েছে শীর্ষ আদালত। এক্ষেত্রে আপাতত বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাছাড়া আদালত চত্বর এবং আদালতের সমস্ত কক্ষ জীবানুনাশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশজুড়ে করোনার সংক্রমণ ক্রমবর্ধমান। করোনার নতুন ঢেউ গত এক সপ্তাহে হাতের নাগালের বাইরে চলে গেছে। শুধুমাত্র রবিবার দৈনিক সংক্রমণ দেড় লক্ষ ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে করোনার নতুন থাবা ভয়ানক আকার ধারণ করেছে। দিল্লি সরকার ইতিমধ্যে নাইট কার্ফু, সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। এমন অবস্থায় শীর্ষ আদালতের ৫০ শতাংশ কর্মীর করোনা সংক্রমণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।