"প্রধানমন্ত্রীর চিন্তা শুধুমাত্র তার কোটিপতি বন্ধুদের নিয়ে", কটাক্ষ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর
কংগ্রেস ক্ষমতায় এলে কৃষি আইন নিপাত যাবে
কৃষক আন্দোলনে উত্তাল হয়ে আছে গোটা দেশ তথা বিশ্ব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারংবার এই ইস্যু নিয়ে বিরোধীরা তুলোধোনা করছে। এরইমধ্যে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বললেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির বুকে মনুষ্যত্ববোধ খুবই কম। ওনার সব চিন্তা শুধুমাত্র কোটিপতি বন্ধুদের জন্য সীমাবদ্ধ।"আসলে সাহারানপুরে কিষান মহাপঞ্চায়েতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকেই প্রধানমন্ত্রীর ভূমিকা প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, "প্রধানমন্ত্রী পার্লামেন্টের উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারে বা দুটি প্লেন কেনার জন্য ১৬ হাজার কোটি টাকা খরচ করতে পারে। কিন্তু আখ চাষীদের তিনি যেই ১৫ হাজার কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেন না।"
এছাড়াও এদিন প্রিয়াঙ্কা গান্ধী কৃষক আন্দোলন প্রসঙ্গে বলেছেন, "প্রধানমন্ত্রী প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে ঘুরে বেড়াতে পারছেন। কিন্তু তিনি একবার দিল্লির সীমান্তে গিয়ে দেশের কৃষক বন্ধুদের কথা শুনতে পারছেন না। কৃষকবন্ধুরা দিল্লি সীমান্তে কৃষি আন্দোলনের প্রতিবাদ করে প্রায় ৭৮ দিন বসে আছে। অথচ সবকিছু করতে পারলেও প্রধানমন্ত্রী এখনো তাদের কথা শোনার সময় হয়নি।" সেইসাথে তিনি জানিয়েছেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে কৃষক বিরোধী কৃষি আইনের নিপাত হবে।