গোবর নির্মিত ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, কিন্তু কেন এমন পদক্ষেপ?
ব্রিফকেসটি রায়পুরের একটি গৌশালায় ১০ দিন ধরে তৈরি করা হয়েছিল
গোবর গুঁড়ো দিয়ে তৈরি ব্রিফকেস নিয়ে বিধানসভায় আসতে দেখা গেল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। আজ, বুধবার ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্যের বাজেটের যাবতীয় নথিপত্র ওই গোবরনির্মিত ব্রিফকেসেই নিয়ে গিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ব্রিফকেসটি রায়পুরের একটি গৌশালায় ১০ দিন ধরে তৈরি করা হয়েছিল। ব্রিফকেস নির্মানে গোবর গুঁড়ো, আঠা, ময়দা ব্যবহৃত হয়েছে। সাথে সাথেই কাঠের হাতল তৈরি হয়েছে কোন্ডাগাঁওয়ের কারিগরদের দ্বারা। ব্রিফকেসটিতে সংস্কৃতে "গোময়ে ভাষতে লক্ষ্মী" খোদাই করা রয়েছে, বাংলায় যার আক্ষরিক অনুবাদ "ধনের দেবী লক্ষ্মী গোবরে বাস করেন।"
উল্লেখ্য, ছত্তিশগড় সরকার গত মাসেই গবাদি পশুপালনকারী গ্রামবাসী, গোশালা এবং সেই কমিটির সাথে যুক্ত মহিলা গোষ্ঠীগুলির জন্য তাঁর ফ্ল্যাগশিপ স্কিম 'গোধন ন্যায় যোজনা'র জন্য ১০.২৪ কোটি টাকা বরাদ্দ করার ঘোষনা করেছে। এই প্রকল্পের লক্ষ্য, গবাদি পশুর মালিকদের আয় সহায়তা প্রদান করা।