বারবার বৈঠক হওয়া সত্ত্বেও চীন সীমান্তে চলতে থাকা সংঘাতে ক্ষুব্ধ বিদেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/10/2020   শেষ আপডেট: 17/10/2020 4:22 a.m.

সীমান্তে লাগাতার সংঘাতের কারণে ভারত-চীনের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নষ্ট হচ্ছে - জয়শঙ্কর

ভারতকে বিশ্বের কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেই বিষয়ক আলোচনায় অংশ নিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই উঠে এলো চীন সীমান্তের কথা। চীন সীমান্তে লাগাতার হতে থাকা সংঘাতে রীতিমত ক্ষুব্ধ বিদেশমন্ত্রী। বারবার দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সীমান্ত বিষয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে সেগুলোর প্রয়োগ হয়নি। আর এই বিষয়ে রীতিমতো অবাক জয়শঙ্কর। তিনি মনে করছেন এই বৈঠকে হওয়া সিদ্ধান্ত বারবার অস্বীকার করায় চীনের সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি হচ্ছে।

বিগত ৩০ বছর ধরে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কে বড়ো প্রভাব ফেলছে এই সীমান্তের ঘটনা। একইসাথে সীমান্তে এই দীর্ঘ সময় ধরে সেনা মোতায়ন রাখা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন বিদেশমন্ত্রী।