ই-কমার্স সাইটগুলির ফ্ল্যাশ সেলের ওপর নিষেধাজ্ঞা জারি করবে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/06/2021   শেষ আপডেট: 22/06/2021 9:16 a.m.
~

এই পদ্ধতিতে ক্রেতাকে ভুল বুঝিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে সংস্থাগুলি, দাবি কেন্দ্রের

অনলাইন শপিংয়ের জামানায় ফ্ল্যাশ সেল বিষয়টির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। কিন্তু এবার কড়াকড়িভাবে সমস্ত ই-কমার্স সাইটগুলির ফ্ল্যাশ সেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। কনজিউমার প্রোটেকশন ই-কমার্স ২০২০ আইনে এই ফ্ল্যাশ সেল বা মিস সেলিং বন্ধ করবে কেন্দ্র। তবে কেন এই ফ্ল্যাশ সেল বন্ধ করতে চায় কেন্দ্র? জানা গেছে, মানুষকে ভুল বুঝিয়ে অনেক বেশি দামে বিক্রি করা হয় সামগ্রী। কেন্দ্রের এই নিষেধাজ্ঞার দাবিতে প্রস্তাব দিয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। ২০২০ সালের এই আইন প্রস্তাবনার আগে পর্যন্ত ই-কমার্স সংক্রান্ত যাবতীয় বিষয়কে নিয়ন্ত্রণ করত ২০১৯ এর ক্রেতা সুরক্ষা আইন।

এই নতুন সংশোধনের পনেরো দিনের মধ্যে অর্থাৎ আগামী ৬ই জুলাই এর মধ্যে মতামত চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।এদিকে নতুন প্রস্তাবে ই-কমার্স সাইটগুলির ক্ষেত্রেও একজন চিফ কম্পায়েন্স অফিসার এবং একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা বলেছে কেন্দ্র। এই নোডাল অফিসারের সঙ্গে সমস্ত তদন্তকারী সংস্থাগুলির যোগাযোগ থাকবে। আগামী ২৩ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা। মূলত, অসাধু উপায়ে মানুষকে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার জন্যই এই ফ্ল্যাশ সেলের আসর জমায় অনলাইন শপিং সাইটগুলি। তাই কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করে ক্রেতার স্বার্থ সিদ্ধি করাই কেন্দ্রের মূল লক্ষ্য।