পেট্রোল ডিজেলের পর কমানো হল ভোজ্য তেলের দাম
আরও কিছুটা স্বস্তি আমজনতায়
অবশেষে পেট্রল-ডিজেলের পর অনেকটা কমছে ভোজ্য তেলের দাম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক ভোজ্য তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক প্রত্যাহার করার অব্যবহিত পরেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের তরফে এমনটাই দাবি করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, উৎসবের মরশুমে শুক্রবার বাজারে বাদাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম কমেছে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। যদিও, সরষের তেলের দাম এখনো একই আছে।
কিছুদিন আগেই উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কেন্দ্রের হস্তক্ষেপে বিভিন্ন ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থা দাম কমায়। যার জেরে ভোজ্য তেলগুলির সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন তথা এসইএ ভোজ্য তেলগুলির দাম প্রতি কেজিতে ৩ টাকা থেকে ৫ টাকা কমিয়ে দেওয়া হয়। তবে, এইক্ষেত্রে একাধিক তেল বিক্রয়কারী সংগঠন সাফ জানিয়ে দেয়, করের বোঝা সরিয়ে তাঁদের পক্ষে ভোজ্য তেলের দাম বেশি কমানো সম্ভব নয়। তারপরই কেন্দ্র একাধিক অশোধিত তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। আগে আড়াই শতাংশ হারে যে বেসিক ডিউটি নেওয়া হত তা এখন পুরোপুরি শূন্য।
দিওয়ালির আগে পেট্রল এবং ডিজেলের দাম একধাক্কায় অনেকটা কমিয়ে আম নাগরিককে কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পথে হেঁটেই এখনও পর্যন্ত জ্বালানি তেলে ভ্যাট কমিয়েছে মোট ২২টি রাজ্য। এবার ভোজ্য তেলের দামও অনেকটাই কমছে, যার জেরে কিছুটা স্বস্তি মিলেছে দেশবাসীর।