কেন্দ্রীয় সরকারী কর্মচারী দের ১০,০০০ টাকা উৎসব ভাতা দেওয়া হবে, জানাল কেন্দ্র

রিচা রায়
প্রকাশিত: 12/10/2020   শেষ আপডেট: 12/10/2020 3:34 p.m.
twitter

২০২১ এর ৩১শে মার্চ এর মধ্যে থাকা উৎসবের ক্ষেত্রে এই সুবিধা পাবেন সরকারী কর্মচারীরা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উৎসবের মুখে এক নয়া পদক্ষেপ গ্রহণ করলেন। গেজেটেড এবং নন গেজেটেড সকল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের অগ্রিম ভাতা ঘোষণা করলেন।সকল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে। আজ সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান ভেঙে পড়া অর্থনীতিতে ক্রেতার চাহিদা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • এই প্রকল্পে ১০,০০০ টাকা দেওয়া হবে। এবং কোন সুদ দিতে হবেনা। ১০টা কিস্তিতে পুনরোদ্ধার করা হবে।
  • প্রিপেড কার্ড হিসাবে সেই অর্থ দেওয়া হবে। তবে এটিএম থেকে নগদ টাকা তোলা যাবেনা।
  • কোন নির্দিষ্ট উৎসবের জন্য নয়, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে থাকা সকল উৎসবের জন্যই এই সুবিধা কার্যকর থাকবে।
  • ব্যাঙ্কের যে নির্ধারিত চার্জ আছে সেটাও বহন করবে ব্যাঙ্ক