এবার ই-শ্রম পোর্টাল মারফত ২ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন অসংগঠিত শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/08/2021   শেষ আপডেট: 29/08/2021 12:11 p.m.
শিশু শ্রমিক pexels.com

অসংগঠিত শ্রমিকদের সুবিধার্থে কেন্দ্রের নয়া উদ্যোগ

এবার দেশের অসংগঠিত শ্রমিকদের সুবিধার্থে ই-শ্রম পোর্টাল চালু করল কেন্দ্রের শ্রম মন্ত্রক। গত ২৬ শে আগস্ট থেকে এই পোর্টাল চালু হয়েছে এবং শুরু হয়েছে রেজিস্ট্রেশন। প্রধানত কাদের জন্য এই পোর্টাল? জানানো হয়েছে, নাপিত, ইলেট্রিশিয়ান, মোটর সারাইয়ের সঙ্গে যুক্ত শ্রমিক-সহ একাধিক অসংগঠিত ক্ষেত্রের মানুষ এই পোর্টালে নিজেদের নথিভুক্ত করতে পারবেন। এর ফলে জাতীয় পর্যায়ে শ্রমিকদের ডেটাবেস তৈরি করে প্রায় ৩৮ কোটি শ্রমিককে সুবিধা দেওয়া যাবে।

ঠিক কি সুবিধা দেওয়া হবে এতে? কেন্দ্রের শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, সমস্ত সরকারি প্রকল্প এই ই-শ্রম কার্ডের মাধ্যমে সহজেই পেতে পারবেন গ্রাহকরা। ই-শ্রম কার্ড আছে এমন শ্রমিকের কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে বিনামূল্যে ২লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়াও দুর্ঘটনায় যদি কেউ আংশিকভাবেও অক্ষম হন, তিনি পাবেন এক লক্ষ টাকা।

রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে https://www.eshram.gov.in/ পোর্টালে। এখানে গেলেই পাবেন Register on e-Shram- অপশনটি। দিতে হবে আধার নম্বর। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও মোবাইল নম্বর ও নথিভুক্ত করতে হবে পোর্টালে। এই সহজ পদ্ধতিতেই তৈরি হবে ১২ সংখ্যার ইউনিভার্সাল কোডযুক্ত একটি কার্ড। রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হলে ফোন করে যোগাযোগ করতে পারেন ১৪৪৩৪ টোল ফ্রি নম্বরে।