বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে সরকারি কর্মচারীরা পাবেন ১৫ দিনের ছুটি, বড়ো ঘোষণা সরকারের
এছাড়াও কোয়ারেন্টাইনে থাকা কর্মচারীদের নিয়ে নানান ঘোষণা করলো সরকার
কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীরা এবারে ১৫ দিন করে অতিরিক্ত ছুটি পেতে চলেছেন যদি তাদের বাবা অথবা মা অথবা পরিবারের কোনো একজন করোনা আক্রান্ত হয়ে থাকেন। কেন্দ্রীয় কর্মী বর্গ কমিটির তরফ থেকে এদিন ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো বিষয়টি। এই অর্ডারে জানানো হয়েছে, "যদি পরিবারের কোনো সদস্য অথবা বাবা মা হাসপাতালে ভর্তি হন তাহলে কেন্দ্রীয় সরকারের সেই কর্মী ১৫ দিনের জন্য অতিরিক্ত ছুটি নিতে পারবেন। তবে এই ছুটি ১৫ দিনে সীমিত থাকবে এরকমটা নয়, যদি সেই কর্মীর হাতে ছুটি থাকে তাহলে সে ছুটির মেয়াদ বৃদ্ধি করতে পারবে।"
সরকারি কর্মচারীদের বর্তমানে এই করোনা ভাইরাসের জন্য সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই তাদের সুবিধার্থে নতুন পদক্ষেপ গ্রহণ করল সরকার। পাশাপাশি যদি ওই কর্মীর নিজেকে করোনাভাইরাস আক্রান্ত হন তাহলে তার জন্য ২০ দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করা হবে। হোম আইসলেশন অথবা হাসপাতাল যেখানেই থাকুন না কেন তাকে ওই ছুটি দেওয়া হবে ২০ দিনের জন্য, যেদিন থেকে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসবে। তবে এই ছুটি গ্রহণ করতে হলে তাকে নিজের করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে হবে। অন্যদিকে যদি সেই সরকারি কর্মচারী সরাসরি একজন করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন তাহলে তাকে ৭ দিনের জন্য বাড়ি থেকে কাজ করতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।