১.৫ কোটি কৃষক পেল কিষান ক্রেডিট কার্ড, মোদি সরকারের বরাদ্দ ২.৫ লক্ষ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2021   শেষ আপডেট: 27/01/2021 5:08 p.m.

কেন্দ্র সরকার কিষান ক্রেডিট কার্ডকে প্রধানমন্ত্রী কিষান যোজনার সাথে যোগ করছে

সম্প্রতি কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান যোজনার সপ্তম ইনস্টলমেন্ট এর ঘোষণা করা হয়েছে। আর কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কিষান ক্রেডিট কার্ডের সাথে প্রধানমন্ত্রী কিষান যোজনা যোগ করেছিল। এবার নতুন বছরের অর্থাৎ ২০২১-২২ বাজেট অনুযায়ীপ্রতিবছর কৃষকদের কিষান সম্মান ফান্ডের টাকা বাড়ানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে কেন্দ্র সরকার একটি স্পেশাল প্রজেক্ট চালাচ্ছিল যার মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড থাকা কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার অন্তর্ভুক্ত হতে পারে।

সম্প্রতি জানা গিয়েছে মোদি সরকার এতদিনে প্রায় ১.৫ কোটি পরিবারের কাছে কিষান ক্রেডিট কার্ড পৌঁছে দিয়েছে। এছাড়াও বর্তমানে কিষান ক্রেডিট কার্ডের সাথে প্রধানমন্ত্রী কিষান যোজনা যুক্ত হলে মোট ২.৫ কোটি কৃষক এই সুযোগ উপভোগ করতে পারবে। ইতিমধ্যেই ১.৫ কোটি কৃষকের হাতে কিষান ক্রেডিট কার্ড পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে এই যোজনার জন্য কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে।