ব্রেকফাস্ট টেবিলে সংসদে ঝড়ের ইঙ্গিত! কেন্দ্রের বিরুদ্ধে আরও কড়া বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/08/2021   শেষ আপডেট: 03/08/2021 12:29 p.m.
নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী instagram.com/narendramodi, /rahulgandhi

মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করলেন ‘ব্রেকফাস্ট মিটিং’এ

সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে ফেলতে একাধিক কৌশল করছে বিরোধী দলগুলি (Oppostion Parties)। আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। তবে পেগাসাস ইস্যুতে আজও সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। এমনকি বিজেপির উপর চাপ বাড়াতে মক পার্লামেন্টের পরিকল্পনা নেওয়া হচ্ছে। একাধিক বিরোধী দলের বৈঠক এর আগেও প্রকাশ্যে এসেছে। তবে এবার মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বিরোধী দলগুলিকে ডাকলেন ‘ব্রেকফাস্ট মিটিং’এ। প্রসঙ্গত, দু-একবার বিরোধী দলগুলিকে নিয়ে আলোচনায় বসেছে কংগ্রেস।

সূত্রের খবর, আজ কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এছাড়াও বৈঠকে যোগ দিলেন এনসিপি, শিব সেনা, সিপিএম, সিপিআই, আরএসপি-র প্রতিনিধিরা। তবে গরহাজির ছিল আম আদমি পার্টি (AAP)। খবর, ঘণ্টাখানেকের প্রাতরাশ বৈঠকে একাধিক নয়া কর্মসূচি গৃহীত হয়েছে। ঠিক হয়, সংসদে কেন্দ্রকে চাপে ফেলতে মক পার্লামেন্ট, জ্বালানির মূল্যবৃদ্ধি, বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে একাধিক কর্মসূচি করবেন বিরোধীরা।

পাশাপাশি পেগাসাস ইস্যুতে কড়া অবস্থান তৃণমূলের। লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাবের নোটিস জমা তৃণমূলের। বিরোধীদের স্পষ্ট বক্তব্য, সরকার যদি সংসদের অধিবেশন চালাতে চায়, তাহলে পেগাসাস নিয়ে আলোচনা করতে হবে তাদের। বিরোধীদলগুলি দেশের ৬০ শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে। তাই মানুষের জন্যে লড়াই জারি থাকবে। তাই পেগাসাস নিয়ে আলোচনা না হলে কোনও ভাবেই সংসদের কাজ হতে দেবে না বিরোধীরা।