লকডাউনের মধ্যে বাইরে বেরোলে নিয়ে যেতে হবে আধার কার্ড, নতুন ঘোষণা এই রাজ্যের আদালতের
করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য আদেশ আদালতের
করোনা ভাইরাসের জন্য এবারে চাপের মুখে ভারতীয় রেল। করোনার কারণে এখন অনেকেই বাড়ি থেকে বের হতে চাইছেন না, এবং এই কারণে উত্তর পশ্চিম শাখার ৪০টি ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ভারতীয় রেল জানাচ্ছে, যাত্রী নেই, তাই বর্তমানে এতসংখ্যক ট্রেন চালানো অনর্থক। তবে পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য তেমন একটা সমস্যা হবার কথা নয়। এই সমস্ত রেল মূলত উত্তর-পশ্চিম দিকের লোকাল ট্রেন। পূর্ব রেলওয়ে শাখার কিছু কিছু ট্রেন বাতিল হচ্ছে বটে, কিন্তু সেগুলি পশ্চিমবঙ্গের মানুষের খুব একটা সমস্যা করবে না বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।
অন্যদিকে আবার মহারাষ্ট্রে লকডাউনের জেরে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি মহারাষ্ট্রে অত্যন্ত খারাপ। এই কারনে সারা মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করে দিয়েছে সেখানকার সরকার। তার থেকে একধাপ এগিয়ে এবারে মহারাষ্ট্র উচ্চ আদালত মহারাষ্ট্রের বাসিন্দাদের জন্য একটি নতুন নির্দেশিকা নিয়ে এলো। জানানো হয়েছে, যদি এই লকডাউনের মধ্যে কেউ বাইরে বেরোন তাহলে তাকে অবশ্যই নিয়ে যেতে হবে নিজের আধার কার্ড। যদি আধার কার্ড না নিয়ে বের হন এবং পুলিশ তাকে ধরে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র আদালত। এছাড়া যারা মাস্ক ঠিকমতো পরছেন না তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র উচ্চ আদালত।