উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় জয় বিজেপির, ঝুলি ফাঁকা সমাজবাদী পার্টির
এবারের উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয়লাভ করেছে বিজেপি
উত্তরপ্রদেশ জেলা পঞ্চায়েত অর্থাৎ জেলা পরিষদ নির্বাচনে এবারে বিরাট জয় পেল ভারতীয় জনতা পার্টি। এমনিতে উত্তরপ্রদেশ ভারতের সর্ববৃহৎ রাজ্য এবং এখানে পঞ্চায়েতে সিট সংখ্যা ৭৫। এতগুলি সিটের মধ্যে ৬৭ সিটে এবারে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। যোগী আদিত্যনাথ এর দলের কাছাকাছি বর্তমানে কেউ নেই। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র ৬টি আসন। আর অন্যদের ঝুলিতে গেছে মাত্র দুটি। এরকম একটি ফলাফল করার পরে কার্যত অত্যন্ত আপ্লুত ভারতীয় জনতা পার্টি।
ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র বলেন, "৭৫ আসনের মধ্যে ৬৭ আসনে জয় লাভ করেছি। আগামী বিধানসভা নির্বাচনে আমরাই জিতবো।" তবে এই জয়কে খুব একটা সিরিয়াস নিতে রাজি নন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই নির্বাচন দেখে পূর্বাভাস করা যাবেনা বিধানসভা নির্বাচনের ফলাফলের ব্যাপারে। কারণ ২০১৬ পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কোন সিট পাইনি তেমনভাবে। কিন্তু তবুও তার পরের বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করে যোগী আদিত্যনাথ এর দল। এই কারণে এই নির্বাচনের ফলাফল দিয়ে আগামী নির্বাচনে কি হবে না হবে তা বিচার করা যায় না।
অন্যদিকে গত মে মাসে পঞ্চায়েত নির্বাচনে ৩০৫০ আসনের মধ্যে বিজেপি এবং তার জোটে হাতে গিয়েছিল ৯০০ এর সামান্য বেশি সংখ্যক সিট। সমাজবাদী পার্টি পেয়েছিল মোটামুটি সেই একই সংখ্যক সিট। কিন্তু, ওই নির্বাচনে সবথেকে বেশি সংখ্যক সিট পায় নির্দলীরা। পরবর্তীকালে বিরোধীরা অভিযোগ তোলেন, নির্দল থেকে বহু নির্বাচিত প্রতিনিধিদের নিজের দলে নিয়ে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি, যাতে ক্ষমতা দখল আরো সহজ হয়।