বীরসা মুন্ডার জন্মদিনেই পালিত হবে 'জনজাতীয় গৌরব দিবস', ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/11/2021   শেষ আপডেট: 11/11/2021 9:15 a.m.
অনুরাগ ঠাকুর twitter.com/ianuragthakur

গোটা সপ্তাহ জুড়েই নানান কর্মসূচির মধ্য দিয়েই পালিত হবে দিনটি

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে আঁচ করা গিয়েছিল এবার থেকে বীরসা মুন্ডার (Birsa Munda) ১৫ নভেম্বর জন্মদিবসটিকে 'জনজাতীয় গৌরব দিবস' (Janajatiya Gourav Diwas) হিসেবে পালিত করার। এদিন সরকারি ভাবে গোটা বিষয়টির উপর শিলমোহর পড়ল বলে খবর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) আনুষ্ঠানিক ভাবেই গোটা বিষয়টির ঘোষণা করলেন। জানালেন চলতি বছরে ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর টানা এক সপ্তাহ জুড়ে গোটা দেশে বীরসা মুন্ডার জন্মদিবসটিকে 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে পালিত হবে।

কেন্দ্রের তরফে হঠাৎ-ই এমন সিদ্ধান্তের কারণ কী? ওয়াকিবহাল মহলের ধারণা আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ২০২৪ লোকসভা নির্বাচনের নেট প্র্যাকটিস এখান থেকেই শুরু। তাই বিজেপির পাখির চোখ উত্তরপ্রদেশের নির্বাচন। আর উত্তরপ্রদেশের একটা বড় সংখ্যক এলাকা আদিবাসী উপজাতি অধ্যুষিত। তাই সেই ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে সরকার দরাজ হৃদয়ে এমন সিদ্ধান্তের ঘোষণা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আদিবাসীদের কাছে বীরসা মুন্ডা ভগবানতুল্য চরিত্র। তাই তাঁদের মনজয়ে সরকারের সদিচ্ছা থাকবেই বলাই বাহুল্য বলছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত' অনুষ্ঠানে আগেই একথা বলেছিলেন। আর বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আনুষ্ঠানিক ভাবেই একথা ঘোষণা করলেন। গোটা সপ্তাহ জুড়েই নানান কর্মসূচির মধ্য দিয়েই এই দিনটিকে স্মরণ করা হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে একই দিনে পালিত হবে 'ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস'। সব মিলিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর সাড়ম্বরে গোটা দেশেই পালন করতে চলেছেন 'জনজাতীয় গৌরব দিবস'।