বিগ বাস্কেট-এর ২ কোটি গ্রাহকের নথি চুরির আশঙ্কা!
তদন্তে বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম বিভাগ
জনপ্রিয় ই-কমার্স কোম্পানি বিগ বাস্কেটের ডেটাবেস থেকে এবার প্রায় ২ কোটি গ্রাহকের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হ্যাকারদের বিরুদ্ধে। যদিও গ্রাহকদের তথ্য নিরাপত্তার সমস্ত রকম আশ্বাস দেওয়া হযেছে কোম্পানির তরফে।
আরও পড়ুন
সূত্রের খবর, সাইবার বিশেষজ্ঞরা সম্প্রতি লক্ষ্য করেছেন, বিগ বস্কেটের ডেটাবেস প্রায় ৪০,০০০ ডলারে বিক্রি করা হয়েছে যার আয়তন প্রায় ১৫ জিবি এবং যার মধ্যে প্রায় ২ কোটি গ্রাহকের ব্যাক্তিগত তথ্য, যেমন তাদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর, ভৌগলিক অবস্থান ইত্যাদি আছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছে বিগ বাস্কেট। এ ছাড়াও, সাইবার বিশেষজ্ঞরাও বিষয়টিতে নজর রাখছেন। বিগ বাস্কেটের তরফে অবশ্য গ্রাহকদের তথ্য সুরক্ষার পুরোপুরি আশ্বাস দেওয়া হয়েছে।