প্রতিবেশী রাজ্যে তৈরি হবে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2020   শেষ আপডেট: 08/11/2020 4:31 p.m.
-

ভারত বায়োটেক কারখানা খুলছে ভুবনেশ্বরে

ওড়িশার জন্য খুশির খবর৷ সেখানকার নবীন পট্টনায়েক সরকার জানিয়েছে, রাজধানী ভুবনেশ্বরে কারখানা খুলতে চলেছে ভারত বায়োটেক৷ সেখানে করোনার প্রতিষেধক ছাড়াও তৈরি হবে ডায়ারিয়া, ম্যালেরিয়ার মতো মোট দশটি রোগের ভ্যাকসিন৷

প্রতিবেশী এই রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে শুক্রবার অনলাইন বৈঠক করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কৃষ্ণা এল্লা৷ জানা গেছে, ভ্যাকসিন তৈরিতে দেশের মধ্যে সবচেয়ে বড় এই সংস্থা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে কারখানাটিতে৷ বিনিয়োগ হবে মোট ৩০০ কোটি টাকা৷ এতে সব রকম সাহায্য করবে ওড়িশা রাজ্য সরকার৷

হায়দরাবাদের ভারত বায়োটেকে এখন চলছে করোনা–ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা–নিরীক্ষা৷ তাদের দাবি, ভ্যাকসিন রেগুলেটরি কমিটি অনুমতি দিলে আগামী বছরের প্রথম দিকেই তারা ভ্যাকসিন তৈরি করে ফেলবে৷ ভুবনেশ্বরে কারখানা হলে টিকা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী রাজ্যটিতে কর্মসংস্থানেরও কিছু ব্যবস্থা হবে বলে আশা৷