মর্মান্তিক! করোনা আক্রান্ত অসহায় রোগীদের রাস্তায় বের করে দিল হাসপাতাল
রোগীর পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিলেন যেন তাদের মেঝেতে রেখে চিকিৎসা করা হয়
কর্নাটকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ অত্যন্ত বেশি ছড়িয়ে পড়তে শুরু করেছে। হাসপাতালে তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের কাছে আর বেড নেই। তার ফলে বাধ্য হয়ে বের করে দেওয়া হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিদার এলাকায়। সেখানকার বিদার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স হসপিটাল জোর করে হাসপাতাল চত্বর থেকে রাস্তায় বের করে দিয়েছে রোগীদের। ফলে অসহায় অসুস্থ মানুষগুলি ফুটপাথের উপরে শুয়ে রয়েছে। একবিংশ শতাব্দীতে পৃথিবীর পক্ষে অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা।
বিদার ইনস্টিটিউটের কাছে সেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের পরিবারের লোকজনেরা হাসপাতালের কাছে আবেদন জানিয়েছিল যেন তারা তাদেরকে অন্তত মেঝেতে রেখে চিকিৎসা করেন। কিন্তু হাসপাতাল সেই আবেদনে সাড়া দেয়নি বরং সেই রোগীদের সাথে অত্যন্ত কঠোর ব্যবহার করেছে। রীতিমতো ওই রোগীদের সেখান থেকে বের করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।