আরো একবার লকডাউন এর জন্য প্রস্তুত থাকুন, কেন্দ্রকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 29/03/2021 6:13 a.m.

গত একদিনে করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭১৪ জন।

মহারাষ্ট্র সহ সারা ভারতে প্রায় প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। তারমধ্যে করোনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশ বিধি কেউ মানছে না এখন। এরকম পরিস্থিতিতে কেন্দ্রকে নতুন করে সতর্কবার্তা জানালো মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, খুব শীঘ্রই সারাদেশে আরো একবার লকডাউন হতে পারে। মানুষ যেহেতু কোনভাবেই করোনা সতর্কতা বিধি মানছেন না, তার ফলে লকডাউন এর সমূহ সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে বাড়তে থাকা করণা গ্রাফ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভারতে আরো একবার লকডাউন শুরু হতে পারে।

ইতিমধ্যেই মহারাষ্ট্রে এত বেশি করোনা আক্রান্তের সংখ্যা থাকার কারণে নাইট কারফিউ জারি করা শুরু হয়েছে। রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এই নাইট কারফিউ চলছে। সেই সময় শপিং মল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ রাস্তায় বেরিয়ে পড়েন, তাহলে তাকে জরিমানা করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত একদিনে করোনাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ। করোনাতে প্রাণ হারিয়েছেন ৩১২ জন। তার মধ্যেই এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "গত বছর এই সময়েই জনতা কার্ফু পালন করা হয়েছিল। যা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়েছে। ভারতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি করা হচ্ছে। প্রবীণরা টিকা নিচ্ছেন।" এছাড়াও নরেন্দ্র মোদির বক্তব্য, যদি আপনারা করোনা টিকা নিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের সমস্ত করোনা বিধি মানতে হবে।