স্নাতকোত্তর আয়ুর্বেদ চিকিৎসকরা করতে পারবেন শল্য চিকিৎসাও
নতুন নির্দেশ আয়ুষ মন্ত্রকের
কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে৷ এতে বলা হয়েছে, এবার থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আয়ুর্বেদ চিকিৎসকরা কয়েকটি বিশেষ ক্ষেত্রে রোগীদের সার্জারি তথা শল্য চিকিৎসা করতে পারবেন৷ এর জন্য তাঁদের ট্রেনিং দেওয়া হবে৷
বলা হয়েছে, আয়ুর্বেদে শল্য ও শলক্য বিভাগে স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের হাতে–কলমে কয়েকটি বিশেষ শল্য চিকিৎসার ট্রেনিং দেওয়া হবে৷ আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানিয়েছেন, এই নির্দেশিকা সরকারের কোনও নতুন সিদ্ধান্ত নয়৷ বরং এতে আয়ুর্বেদের স্নাতকোত্তর স্তরের পাঠ্য বিষয় সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে৷ তবে শল্য চিকিৎসার সমস্ত ক্ষেত্র নিয়ে কাজ করার অধিকার আয়ুর্বেদ চিকিৎসকরদের দেওয়া হয়নি৷ কেবল শল্য ও শলক্য বিষয়ে বিশেষজ্ঞদেরই শল্য চিকিৎসার ট্রেনিং দেওয়া হবে৷
কোন কোন সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসকরা শল্য চিকিৎসার সাহায্য নিতে পারবেন, নির্দেশিকায় সেই তালিকাও যুক্ত করা হয়েছে৷ অপ্রধান অঙ্গ থেকে ধাতব বা অধাতব ‘ফরেন বডি’ বের করে দেওয়া, সরল সিস্ট বা ক্যান্সার নয় এমন টিউমার কিংবা গ্যাংগ্রিন হয়ে যাওয়া শরীরের অংশ বাদ দেওয়া ইত্যাদি সার্জারি তাঁরা করতে পারবেন৷ করতে পারবেন চোখের ছানি বা নাকের ভিতরকার অংশের অপারেশনও৷