ধর্মীয় স্লোগানে নয়, পরিবেশের ডাকে সাড়া দিয়ে অযোধ্যা মসজিদের শুভ সূচনা
আগামী ২৬ শে জানুয়ারি বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু প্রস্তাবিত মসজিদের নির্মাণকাজ
বিরল ও অভিনব উদ্যোগ। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি থেকে ২৫ কিলোমিটার দূরে প্রস্তাবিত মসজিদের নক্সা অনুযায়ী নির্মাণকাজ শুরু হবে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। আর এই নির্মাণের শুভ সূচনা হবে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে। জলবায়ু পরিবর্তন নিয়ে জনমানসে সচেতনতা আনতেই ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একইসাথে নির্মানস্থলে জাতীয় পতাকা উত্তোলন করে এই শুভারম্ভ হবে।
রবিবারের ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের একটি দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ৯ টি ট্রস্টের উদ্যোগে এই পরিবেশদরদী উদ্যোগ নেয়া হয়েছে এবং সাথে আয়কর ছাড় বিদেশি অনুদান নিয়েও চলেছে দীর্ঘ আলোচনা। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে আমাজনের বৃষ্টি অরণ্য দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমজনতাকে স্মরণ করিয়ে এলাকায় সবুজায়ন ঘটনোর প্রস্তাব আনা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে তাতে মানুষ উদাসীন না থাকে সেই নিয়েও কড়া বার্তা দেওয়া হয়। বহুদিনের বিতর্কিত বাবরি মসজিদ মামলার ওই রায়ে রাম মন্দিরের ছাড়পত্রের পাশাপাশি মসজিদের জন্য দেওয়া পাঁচ একর জমিতে কিছুদিন আগেই পাশ্চাত্যের ধাঁচে মসজিদ তৈরি হবে বলে নক্সা প্রকাশ করে মসজিদ কর্তৃপক্ষ যাতে হাসপাতাল, গ্রন্থাগার, কালচারাল রিসার্চ কেন্দ্র, কমিউনিটি হল, বাতানুকুল ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।