মিজোরামের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্ধারকার্যে বিমান বাহিনী এবং আসাম রাইফেল
গত ২৪ এপ্রিল তারিখে জেন এ কলেজের ভেং অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে এই আগুন
ভারতীয় বিমান বাহিনী এবং আসাম রাইফেল কর্পোরেশন যৌথ উদ্যোগে নেভাতে সক্ষম হয়েছে মিজোরামের লুংলেই এলাকার ২০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন। এই আগুন ২৪ এপ্রিল তারিখে জেন এ কলেজের ভেং অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে এবং সরাসরি লুঙ্গলেই জেলার সারকাওয়ান এবং যোটলাং অঞ্চলে ছড়িয়ে পড়ে। আসাম রাইফেল তৎক্ষণাৎ সেই স্থানে ২টি পার্টি নিয়ে হাজির হয় এবং এই পার্টি দুটি ছিল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নারায়ন সংগ্রাউলার অধীনে। এ সাথেই ছিল আগুন নেভানোর সমস্ত উপকরণ এবং একটি মেডিকেল টিম। মেডিকেল টিম ছিল ক্যাপ্টেন ভিকে দাবাস এর অধীনে।
২৫ এপ্রিল লুংলেই জেলার আরো ভিতর দিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকল বাহিনীর লোকেরা এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা একসাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। চনমারি অঞ্চল এবং ভ্যালি অঞ্চলে আগুন ছড়িয়ে পড়া শুরু করেছিল। তারপর এই রাজ্যের অধিকর্তারা ভারতীয় বিমান বাহিনীর থেকে সাহায্য নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। সেই মত বিমান বাহিনী এই এলাকায় ২টি Mi-17V5 হেলিকপ্টার পাঠায় এবং তার সঙ্গে ছিল বড় বড় দুটি বাস্কেট যার মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু হয়। আসাম রাইফেলের অধিকর্তা জানিয়েছেন, এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কিন্তু চনমারী এলাকায় মাঝে মধ্যে আগুনের ফুলকি দেখা যাচ্ছে।