কুড়ি হাজার পাউন্ড জরিমানার মুখে অর্নব গোস্বামীর টিভি শো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/12/2020   শেষ আপডেট: 24/12/2020 6:45 p.m.
republicworld.com

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্যের কড়া নোটিশ

রিপাবলিক টিভির বহুলচর্চিত অর্নব গোস্বামীর শো ' পুঁছতা হ্যায় ভারত' এবার টিভি সম্প্রচারে ঘৃণা ও বিদ্বেষমূলক আচরন প্রদর্শন করায় ইউকের একটি ব্রডকাস্টিং সংস্থার কুড়ি হাজার পাউন্ড জরিমানার মুখে পড়ল। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকার কাছাকাছি।

গত ২২শে ডিসেম্বর ইউকের অফিস অব কমিউনিকেশন বা অফকম এর নজরে আসে গতবছরের ৬ই সেপ্টেম্বরে সম্প্রচারিত 'পুঁছতা হ্যায় ভারত' এর একটি এপিসোড যার বিরুদ্ধেই অভিযোগ করেছেন ওই ব্রডকাস্টিং সংস্থা। ওই এপিসোডটি অনুষ্ঠিত হয় ভারতের 'চন্দ্রযান ২' প্রসঙ্গে যাতে অপ্রাসঙ্গিকভাবে ভারতের প্রযুক্তির আধুনিকতার সাথে পাকিস্তানের তুলনা টেনে ওই দেশের ওপর বিদ্বেষ ও নিম্নদৃষ্টির বক্তব্য উগরে দেন অর্নব। আক্রমণাত্মক ও ঘৃণাপূর্ণ ভাষা এবং নির্দিষ্ট ব্যক্তি-গোষ্ঠী-ধর্মাচরণকারীর বিরুদ্ধে অবমাননাকর উক্তিতে দুষ্ট থাকায় ওই এপিসোডটি অফকম ব্রডকাস্টিং সংস্থার শর্তাবলী লঙ্ঘনের দায়ে জরিমানাযোগ্য হয়। সেই এপিসোডে সরাসরি পাকিস্তানবিরোধী একাধিক বক্তব্য পাওয়া যায় সঞ্চালক অর্নব গোস্বামীর জবানিতে। এর জেরে আগেই ভারত ও পাকিস্তান দুই দেশ থেকে শাস্তি দেওয়া হয়‌‌।