অর্ণব গোস্বামী কে জামিন দিল সুপ্রিম কোর্ট
৫০ হাজার টাকার বন্ডে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অর্ণব গোস্বামী
২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ই নভেম্বর অর্ণব গোস্বামী কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন ইন্ডিয়ান রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। কিন্তু সেখানে জামিনের আবেদন নাকচ হয়ে যায়। বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্ণব। আজ অর্ণব কে ৫০ হাজার টাকার বন্ডে জামিন দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, অর্ণব গোস্বামী সহ ইন্ডিয়ান রিপাবলিক টিভির আরও দুজন অভিযুক্তকে জামিন না নিয়ে ঠিক করেনি বম্বে হাইকোর্ট। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও অর্ণবের গ্রেফতারির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।