করোনা পরিস্থিতিতে "মোদী ভক্ত" অনুপম খের সুর তুললেন কেন্দ্রের বিরুদ্ধে, বিতর্ক তুঙ্গে
অনুপম খেরের স্ত্রী কিরণ খের বিজেপির সক্রিয় সদস্য
দেশজুড়ে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই মুহূর্তে দেশজুড়ে চলছে তৃতীয় দফায় টিকাকরন প্রক্রিয়া। কিন্তু দেশে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। প্রায় প্রতিদিন ৪ লাখের কাছাকাছি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি দুদিন ধরে গঙ্গাবক্ষে অনেক মৃতদেহ ভেসে যাওয়ার মত হৃদয়বিদারক ছবি দেখা গেছে। ভারতের এমন সঙ্গীন অবস্থার জন্য অনেকেই কেন্দ্র সরকারকে (Central Government) দায়ী করেছে। এমনকি "মোদী ভক্ত" জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam kher) এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি সাক্ষাৎকারে গলায় সুর তুলেছেন। প্রসঙ্গত, অনুপম খেরের স্ত্রী কিরণ খের বিজেপির (BJP) একজন সক্রিয় সদস্য।
এক সাক্ষাৎকারে অনুপম খেরকে দেশের করোনা পরিস্থিতি ও তাতে কেন্দ্র সরকারের ভূমিকা সম্বন্ধিত প্রশ্ন করা হলে তিনি বলেছেন, "আমার মনে হয় অনেক ক্ষেত্রে কেন্দ্র সরকারের সমালোচনা যথেষ্ট যুক্তিযুক্ত। কেন্দ্রের উচিত সে সব কাজ করা যার জন্য তাদের নির্বাচন করে জিতিয়ে ক্ষমতায় আনা হয়েছে। নদীতে মৃতদেহ ভেসে যাচ্ছে এই হৃদয়বিদারক ছবি দেখার পর কেউ অবিচলিত থাকতে পারবে না। মানুষ হিসাবে এখন ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। কোথাও একটা ওরা স্লিপ করেছে। জীবনে যে ভাবমূর্তি তৈরি চেয়ে অনেক বেশি কিছু আছে তা ওদের বোঝার সময় হয়েছে।"