২৪ ঘন্টার মধ্যে আমরণ অনশনের কর্মসূচি বাতিল করে কেন্দ্রীয় কৃষি আইনকে সমর্থন আন্না হাজারের
কেন্দ্র তার দেওয়া শর্ত মেনে নেওয়ায় অনশন সিদ্ধান্ত পরিবর্তন করলেন আন্না
২৪ ঘন্টা আগেই ছবিটা ছিল একরকম, হঠাতই রণে ভঙ্গ দিল আন্নার সিদ্ধান্ত। ঠিক ছিল আজ, অর্থাৎ শনিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস থেকেই কৃষকদের স্বার্থে আমরণ অনশন বসবেন বছর চুরাশির সমাজকর্মী আন্না হাজারে। কিন্তু শুক্রবার রাতেই সংবাদমাধ্যমকে জানিয়ে দেন তিনি তার অনশনের কর্মসূচি বাতিল করলেন। কেন্দ্রীয় সরকার তার দেওয়া শর্তগুলি মেনে নেওয়ায় তিনি তার অবস্থান থেকে সরে এলেন।
কৃষকদরদী আন্না এই অনশনের সিদ্ধান্তের আগে বলেন বিগত চার বছর ধরে কৃষকদের দাবিদাওয়া নিয়ে লড়াই করেছেন তিনি এবং তা পূরণ ও করেন। এবারের কৃষক আন্দোলন চলাকালীন গত তিন মাসে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পাঁচবার চিঠি লেখেন তিনি। তবুও আন্দোলনকারীদের সাথে একাধিক বৈঠকে বসেও কোনো প্রকার সুরাহা করতে পারেনি সরকার। তাই গান্ধীজির মৃত্যুদিবসেই রালেগান সিদ্ধির যাদববাবা মন্দিরে অনশনে বসার ডাক দিয়েছিলেন আন্না হাজারে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে হিংসাত্মক কৃষক আন্দোলনকেও সমর্থন জানাননি তিনি। আর এবার সরাসরি কেন্দ্রীয় কৃষি আইন মেনে নিয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে কেন্দ্রেরই কাজ সহজ করলেন আন্না হাজারে।