Air India: এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য রতন টাটার বিশেষ বার্তা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2022   শেষ আপডেট: 02/02/2022 12:32 p.m.
https://instagram.com/ratantata

যাত্রীদের স্পেশাল মেসেজ দিলেন রতন টাটা, ভিডিও-তে দেখুন

দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার (Air India) মালিকানা আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে টাটা গ্রুপের (TATA) কাছে। দীর্ঘ ৬৯ বছরের অপেক্ষার পর টাটা গ্রুপের কাছে ১০০ শতাংশ শেয়ার দিয়েছিল এয়ার ইন্ডিয়া। স্বপ্নের এই উড়ানে যাত্রীদের কাছে উষ্ণ অভ্যর্থনা জানালেন স্বয়ং টাটা গ্রুপের প্রধান রতন টাটা (Ratan Tata)।

বুধবার এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি ১৮ সেকেন্ডের ছোট ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে স্বয়ং রতন টাটা এয়ার ইন্ডিয়ার নতুন যাত্রীদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, "আমরা একসঙ্গে কাজ করতে উৎসাহী। যাত্রীদের সব ধরণের সুযোগ-সুবিধা প্রদানে এয়ার ইন্ডিয়া বদ্ধপরিকর।" উল্লেখ্য, এর আগেও টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেছিলেন, "এয়ার ইন্ডিয়াকে ফের টাটা গোষ্ঠীর অন্দরে পেয়ে খুবই আনন্দিত। এই বহু প্রতীক্ষিত সাফল্যে আমরা খুবই খুশি। এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থা এককথায় ধুঁকছিল। বিশ্বমানের এয়ারলাইন তৈরির পাশাপাশি এয়ার ইন্ডিয়ার যাত্রীরাও বিশ্বমানের পরিষেবা পাবেন।" এদিনের এই সর্ট মেসেজে টাটা গ্রুপের প্রধান রতন টাটাও যাত্রীদের উদ্দেশ্যে ঠিক একই বার্তা দিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ৬৯ বছর পর গত বৃহস্পতিবার টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানা অধিগ্রহণ করেছে। টাটা গ্রুপের কাছে যা ছিল স্বপ্নের প্রকল্পের মতো। ১৯৩২ সালে জেআরডি টাটা-র হাত ধরে টাটা এয়ারলাইন্স-এর পথ চলা শুরু হয়েছিল। ২ লাখ টাকা দিয়ে স্বপ্নের উড়ান শুরু করেছিল টাটা গ্রুপ। পরে ওই কোম্পানির নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। ১৯৪৮ সালে ওই সংস্থার ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয় ভারত সরকার। পরে সংস্থার পুরোপুরি কেন্দ্রীয়করণ হয় ১৯৫৩ সালে। আবার এত বছর পর ২০২২ সালে সেই উড়ান কোম্পানির দায়িত্ব ফিরে পেল টাটা সন্স। দীর্ঘ সাত দশক পর যেন সেই শাপমুক্তি ঘটল। আর স্বপ্নের উড়ানের আগেই যাত্রীদের উদ্দেশ্যে বর্তমান টাটা গ্রুপের প্রধান রতন টাটা দিলেন বিশেষ বার্তা।