অবশেষে স্বস্তি! ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয়কে নিয়ে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান
উদ্ধারকারী বিমানটি রাত্রি ৯ টা নাগাদ মুম্বাইতে ল্যান্ড করবে
ইউক্রেনে আটকে পরা ভারতীয়দের ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, ২১৯ জন ভারতীয়কে রোমানিয়ার মধ্যে দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকালে ১১:৪০ নাগাদ দিল্লি থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট উড়ে গেছে এয়ার ইন্ডিয়ার প্লেন। সেখানে ভারতীয় সময় আনুমানিক সন্ধে সাড়ে ছটা নাগাদ পৌছবে প্লেনটি। সেখান থেকে ভারতীয়দের দেশে ফেরানো হবে।
দূতাবাস থেকেই নির্দেশ দেওয়া হয়েছে সড়ক পথে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে পৌঁছতে। সেখানে যারা পৌঁছেছেন তাঁদের ভারত সরকারের আধিকারিকরা বুখারেস্টে নিয়ে যাবেন। সেখান থেকে তাঁদের বিমানে তুলে দেওয়া হবে। জানা যাচ্ছে, প্রথম বিমানটি আজকে দুপুর ১ টা ৫৫ মিনিট নাগাদ বুখারেস্ট থেকে বেরিয়ে গেছে। ওই বিমানটি রাত্রি ৯ টা নাগাদ মুম্বাইতে ল্যান্ড করবে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় উদ্ধারকারী প্লেনটি আগামীকাল সকালে দিল্লি বিমানবন্দরে অবতীর্ণ হবে।
বৃহস্পতিবার থেকেই ইউক্রেন অসমারিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সে কারণে বুখারেস্ট এবং বুডাপেস্ট দিয়ে বিমানে করে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। প্রথমদিন ওখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়া বিমান গেলেও তাকে ফিরে আসতে হয় এয়ারপোর্ট বন্ধ হওয়ার কারণে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বিদেশ মন্ত্রকের তরফে অনুরোধ করা হয়েছে, "নিজেদের যাবতীয় নথিপত্র নিয়ে রোমানিয়ার পূর্বে সিরে বর্ডার এবং হাঙ্গেরির চপ জাহনি বর্ডারে চলে আসতে। সেখান থেকেই তাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হবে। এছাড়া রাস্তায় গাড়িতে বা বাসে ভারতীয় পতাকা লাগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"