বিবাহযোগ্য বয়স না হলেও প্রাপ্তবয়স্ক হলেই লিভ ইন সম্পর্কে থাকা যাবে, রায় আদালতের
বিবাহের বয়স হওয়ার আগে ১৮ বছর হলেই যুগল লিভ ইন করে তাদের ইচ্ছা অনুযায়ী জীবন-যাপন করতে পারবে
বিবাহযোগ্য বয়সে না পৌঁছালেও এবার প্রাপ্তবয়স্ক যুগল অবিবাহিত অবস্থায় লিভ ইন সম্পর্কে থাকতে পারবে। এমনটাই রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। কিছুদিন আগে পাঞ্জাবের এক যুগল আদালতের কাছে তাদের লিভ ইনে থাকার জন্য নিরাপত্তা চেয়ে মামলা করেছিল। আর সেই মামলার শুনানিতে আজ আদালত জানিয়েছে, "বিবাহযোগ্য বয়সে না পৌছালে আবেদনকারী পুরুষের সঙ্গে অন্য আবেদনকারীর নারী একসাথে বসবাস করতে পারবেন। তাদের মাঝে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না যেহেতু তারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের বেশি।" আদালত এর মতে, "দুই প্রাপ্তবয়স্ক নিজেদের শর্তে জীবনযাপন করতে পারে। তাদের মাঝে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।"
পাঞ্জাবি যুগলের অভিযোগ ছিল যে তরুনীর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। এর জন্য তরুণীকে মারধর করা হয়েছিল এবং ঘরে বন্ধ করে রেখে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। তার মোবাইল ফোন কেড়ে নিয়েছিল পরিবার। এমনকি ওই তরুণের সাথে সম্পর্ক রাখলে খুন করা হবে বলে শাসানো হয়েছিল। তারপরই ওই যুগল পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। তরুণের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল ২০ ডিসেম্বর থেকে বাড়ি ছেড়ে তরুণের সাথে লিভ ইন সম্পর্কে আছে। তাই বিচারপতি রায় দিয়েছে, যুগল তাদের ইচ্ছা অনুযায়ী জীবন-যাপন করতে পারবে। তাদের মাঝে বাধা দিতে পারবে না অভিবাবকরা। তাদের নিরাপত্তার জন্য এলাকার এসএসপিকে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।