ইঞ্জিনিয়ারিং কলেজে এবার আঞ্চলিক ভাষায় পঠন-পাঠনের সিদ্ধান্ত জাতীয় শিক্ষানীতিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/07/2021   শেষ আপডেট: 17/07/2021 1:41 p.m.

এবার থেকে বাংলাতেও পড়ানো হবে ইঞ্জিনিয়ারিং

দেশের ৮ রাজ্যের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে (Engineering College) আঞ্চলিক ভাষায় (Regional Language) পঠন-পাঠনের উদ্যোগ নিল 'অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন' (এআইসিটিই)। এই শিক্ষাবর্ষ থেকে ১ হাজার শিক্ষার্থী আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার পরীক্ষামূলক অনুমোদন পাওয়া গেছে। যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেনি, তাদের প্রাথমিক অবস্থায় উচ্চশিক্ষায় ইংরেজি মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। মূলত মাতৃভাষায় পড়াশোনা করে এসে হঠাৎ করে সবকিছু ইংরেজিতে চলে আসায় অনেক পড়ুয়া সন্ত্রস্ত হয়ে পড়ে। সেই বাধা কাটিয়ে তুলতে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে। সেই মোতাবেক অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার বিষয়ে পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর।

এআইসিটিই-র তরফে জানানো হয়েছে, প্রাথমিক অবস্থায় দেশের ৮ রাজ্যের ১৪ টি প্রতিষ্ঠানে ১ হাজার পড়ুয়াকে নিয়ে এই প্রোগ্রাম শুরু হচ্ছে। এর মধ্যে উত্তরপ্রদেশের ৪ টি, রাজস্থানের ২টি এবং মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের ১ টি করে কলেজে হিন্দি মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। বাকি দেশের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে যথাক্রমে তেলেগু, মারাঠি, বাংলা এবং তামিল ভাষায় ইঞ্জিনিয়ারিং পঠন-পাঠনের সুযোগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং শাখার ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইনফর্মেশন টেকনোলজি ইত্যাদি বেশিরভাগ শাখাই আঞ্চলিক ভাষায় পড়ানোর উদ্যোগ নিয়েছে এআইসিটিই।

উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে বি.টেক কোর্স ১১ টি আঞ্চলিক ভাষায় করানোর কথা বলা হয়েছিল। সেই নির্দেশ মোতাবেক এই শিক্ষাবর্ষ থেকে উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রাথমিক পর্যায়ে ইঞ্জিনিয়ারিং-এর সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আইআইটি কিংবা এনআইটি গুলিতে এই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অধিকাংশ আইআইটি গুলি কেন্দ্রের এই ফরমান মানতে নারাজ। তাদের যুক্তি এই পদ্ধতিতে ইঞ্জিনিয়ারিং পঠন-পাঠন একটু ঝুঁকিপূর্ণ। যদিও এআইসিটিই যথেষ্ট ফিল্ড সার্ভে করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে সূত্রের খবর। এখন এই আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পঠন-পাঠন কতটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, তা-ই এখন দেখার বিষয়।