বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮৪ লক্ষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/08/2020   শেষ আপডেট: 29/08/2020 3:26 p.m.
twitter

বিপদসীমার উপরে বইছে গঙ্গা। মানুষের পাশে বিপর্যয় মোকাবিলা দল

গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যার জলে আটকে বিহারের ১৬ টি জেলা। পাটনার গান্ধীঘাট ও হাতিদহ এবং ভাগলপুর জেলার কাহলগাঁও রাজ্যের প্রধানত এই তিন জায়গায় বিপদসীমার উপরে গঙ্গার প্রবাহে এই ভয়ঙ্কর প্লাবন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষে জানানো হয়েছে গান্ধী ঘাটে বিপদসীমার ২৬ সেমি উপরে, হাতিদহে ৩৪ সেমি এবং কাহলগাঁও-এ বিপদসীমার ৩৬ সেমি উপরে গঙ্গার প্রবাহের ফলে এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আর গঙ্গায় জলস্তর বৃদ্ধির জন্য গঙ্গায় এসে মেশা রাজ্যের অন্যান্য অনেক নদীরও জলস্তর বেড়েছে বিপদসীমার উপরে।১৩০ ব্লকের ১৩৩৩ টি পঞ্চায়েত ডুবে বন্যার জলে। সরকারি বুলেটিন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৩,৬২,৪৫১!

এই আকস্মিক ধাক্কায় কিছুটা পরে হলেও বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে সরকারি সূত্রে দাবি। বিহার সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে ২৬ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।