নীরজের জন্য 'জ্যাভলিন-থ্রো দিবস', নীরজ নামেই বিনামূল্যে পেট্রোল!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/08/2021   শেষ আপডেট: 10/08/2021 8:52 p.m.
twitter.com/desi_thug1

ব্যাপারটা কি? জেনে নিন বিশদে

সত্যিই সোনার ছেলে। টোকিও অলিম্পিক ২০২১ এর একেবারে শেষলগ্নে এসে ঘরে এল সোনা। গত ৭ই আগস্ট জ্যাভলিন-থ্রো তে বিশ্বসেরা দক্ষতা প্রদর্শন করলেন নীরজ চোপড়া। আর এরই প্রেক্ষিতে প্রতি বছর ৭ই আগস্ট দিনটিকে 'জ্যাভলিন-থ্রো' দিবস হিসেবে পালন করার নির্দেশ দিল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। গত মঙ্গলবার এবছরের সমস্ত অলিম্পিক পদকজয়ী খেলোয়াড়দের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে অ্যাথলেটিক ফেডারেশন অব ইন্ডিয়া। আর এই মঞ্চেই নীরজকে বিশেষ গুরুত্ব দিয়ে ঘোষণা করা হয়, ৭ই আগস্ট দিনটি ভারতের ক্রীড়াজগতের ইতিহাসে এক উজ্জ্বলতম দিন হিসেবে সূচিত হবে। তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে এবার থেকে প্রতি বছর এই দিনটি জ্যাভলিন-থ্রো দিবস হিসেবে পালিত হবে। ওই দিন দেশের নানা প্রান্তে জ্যাভলিন-থ্রো প্রতিযোগিতার আয়োজনও করা হবে বলে জানানো হয়।

অন্যদিকে, নীরজ নামের মাহাত্ম্য যে শুধু খেলার জগতে, এমনটা ভাবলে একেবারে ভুল ভাবা হবে। টোকিও অলিম্পিক সোনাজয়ী ছেলের নামের মাহাত্ম্য এবার গুজরাটের পেট্রোল পাম্পেও সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, অভিনব কায়দায় এই তেইশ বছরের সোনার ছেলেকে সন্মান জানাচ্ছে ওই পেট্রোল পাম্প। নীরজ নামের যেকোনো ব্যক্তি ওই পেট্রোল পাম্পে তেল নিতে গেলে ৫০১টাকা মূল্যের পেট্রোল দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। গতকাল অর্থাৎ সোমবার থেকে আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত এই অফার পাওয়া যাবে। বলাই বাহুল্য, গাড়ি নিয়ে সার বেঁধে লাইন দিয়েছেন নীরজরা।পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশের জন্য নীরজ যা করেছেন তা প্রত্যেক ভারতীয়ের কাছে গৌরবের। তাই তাঁকে সন্মান জানাতেই এই বিশেষ আয়োজন।