লাগাতার পেগাসাস ইস্যু নিয়ে বিক্ষোভ, রাজ্যসভা থেকে সাসপেন্ড ৬ তৃণমূল সাংসদ
দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, নাদিমুল হক এবং মৌসুম নূরকে গোটা দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে
রাজ্যসভায় লাগাতার বিক্ষোভ প্রদর্শনের জেরে এবার শাস্তির মুখে পড়লেন তৃণমূলের ৬ জন সাংসদ। দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, নাদিমুল হক এবং মৌসুম নূরকে আজ গোটা দিনের জন্য রাজ্যসভার অধিবেশনে থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। আসলে তৃণমূলের (TMC) সাংসদেরা প্রথম থেকেই ইজরাইলী স্পাইওয়্যার পেগাসাস (Pegasus) ইস্যুতে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছিলেন। বারংবার রাজ্যের শাসকদল বিরোধীদের ওপর ফোনে নজরদারি করা ইস্যু নিয়ে গলায় সুর তুলছিলেন। বাদল অধিবেশন শুরু থেকেই লাগাতার সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখিয়ে আসছে তাঁরা। এর আগে তৃণমূল সাংসদ শান্তনু সেন তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দিয়েছিলেন। এছাড়া ডেরেক ও'ব্রায়েন সংসদে বিল পাশ করানোকে "পাপরি চাট" বানানোর সঙ্গে তুলনা করেছিলেন। প্রধানমন্ত্রী এমন ঘটনাকে "সংসদ ভবন এবং মানুষের অপমান" বলে কটাক্ষ করেছিলেন।
পেগাসাস ইস্যু নিয়ে গত দুই সপ্তাহ ধরে দুই শিবিরের টানাপোড়েনে দফায় দফায় মুলতবি হয়েছে লোকসভা ও রাজ্যসভা। বিরোধী সাংসদদের এমন আচরণ নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বেঙ্কাইয়া নাইডু। আজও একইভাবে অধিবেশন শুরুর পর তৃণমূল সাংসদেরা বিক্ষোভ দেখাতে শুরু করলে তিনি সরাসরি ৬ জনকে কার্যত গোটা দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন।