পুলিশের সাথে গুলির যুদ্ধে নিহত ৫ মাওবাদী, মহিলা ছিলেন ২ জন
পুলিশ বাহিনী মাওবাদীদের ২৫ জনের সশস্ত্র দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল
আজ অর্থাৎ সোমবার মহারাষ্ট্রের গড়চিরউলিতে সকাল সকাল মহারাষ্ট্র পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। দীর্ঘক্ষন লড়াইয়ের পর মাওবাদীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গুলির লড়াইয়ে ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে যার মধ্যে ছিলেন ২ জন মহিলা। গুলির লড়াই শেষ হলে পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালায়। আর তাতে সেখান থেকে তিনটি প্রেসার কুকার বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, পুলিশ বাহিনী মাওবাদীদের ২৫ জনের সশস্ত্র দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্র রাজ্যে।
গড়চিরউলি রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সন্দীপ পাটিল জানিয়েছেন, "মাওবাদীদের দল জঙ্গলে লুকিয়ে আছে তা খবর দিয়েছিল গোয়েন্দারা। খবর পেয়ে আমাদের সি ৬০ গ্রুপের কমান্ডোরা প্রস্তুতি দিতে শুরু করে। তারপর আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছালে মাওবাদীদের সাথে পুলিশের গুলির লড়াই শুরু হয়। তাতে মাওবাদীদের ৫ জন নিহত হন যার মধ্যে মহিলা ছিলেন ২ জন। পরে মাওবাদীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ৩০৩ রাইফেল ম্যাগাজিন, ৩ টি প্রেসার কুকার বোমা, বৈদ্যুতিক তারের বান্ডিল, সোলার প্লেট, কার্তুজ ইত্যাদি উদ্ধার হয়।" এছাড়াও সেখানে দৈনন্দিন ব্যবহারযোগ্য ওষুধ প্রচুর পরিমাণে উদ্ধার হয় যা উদ্বেগ ছড়াচ্ছে বর্তমানে।