লন্ডনফেরত ৫ কোভিড আক্রান্ত নজর এড়িয়ে দিল্লির বাইরে; আতঙ্কে দেশ
১ জন এই মুহূর্তে লুধিয়ানায়, অন্য জন অন্ধ্রপ্রদেশে
লন্ডন ফেরত এয়ার ইন্ডিয়ার বিমানে নতুন দিল্লি আসা ৫০০ জন যাত্রীর মধ্যে ৫ কোভিড আক্রান্ত ব্যাক্তির সন্ধান মিলেছে। ব্রিটেনে নভেল করোনা ভাইরাসের নতুন স্টেন ধরা পড়ার পর স্বভাবতই এই খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে, এবং বিশেষ করে রাজধানীতে।
সূত্রের খবর, ৫ আক্রান্তের মধ্যে ৩ জনকে ২২ তারিখই নতুন দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বাকি ২ ব্যক্তি বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান। তাদের মধ্যে একজন পাঞ্জাবের লুধিয়ানা এবং অন্য জন অন্ধ্রপ্রদেশে পৌঁছান।
আরও পড়ুন
লুধিয়ানা পৌঁছানো ৪৬ বছর বয়সী প্রৌঢ় কে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার স্ত্রী ও ভাইপোকেও আইসোলেশনে রাখা হয়েছে।
ভারত সরকারের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এর পরেও কি করে এমন গাফিলতির ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।