৩,২৫৮ শিশুকে প্রতিমাসে সাহায্য করছে পিএম কেয়ার, লোক সভায় বক্তব্য মন্ত্রী স্মৃতি ইরানির
আজকে লোকসভায় নিজের ভাষণে প্যানডেমিক এর সময় অনাথ শিশুদের ব্যাপারে কথা বললেন মন্ত্রী স্মৃতি ইরানি
করোনাভাইরাস প্যানডেমিক এর সময় অনাথ শিশুদের সাহায্যের জন্য মাস কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন যার নাম তিনি দিয়েছিলেন, পিএম কেয়ারস ফর চিল্ড্রেন স্কিম। জানা যাচ্ছে, এই নতুন স্কিম এর অধীনে ৫,৭১৪ জন আবেদনকারী অনাথ শিশুদের মধ্যে ৩,২৫৮ জনের আবেদন গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজকের ভাষণে নারী ও শিশু কল্যাণ দপ্তর এর মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ওই নির্দিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অফিশিয়াল ওয়েবসাইটে ওই শিশুদের ব্যাপারে তথ্য আপলোড করা হয়েছে। পিএম কেয়ার ফর চিল্ড্রেন বর্তমানে বহু শিশুর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কাজ করছে।
এক লিখিত বিবৃতিতে মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ৮ ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে ৫,৭১৪ শিশুর অ্যাপ্লিকেশন আপলোড করা হয়েছে। তারমধ্যে ইতিমধ্যেই ৩,২৫৮ জনের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছেন সংশ্লিষ্ট জেলা শাসকরা। সমস্ত রকমের সঠিক পদ্ধতি অবলম্বন করার পরেই তাদের আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ৫৪২ জনের আবেদনপত্র এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। স্মৃতি ইরানি আরো বললেন, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, ওরফে সিএআরএ তাদের রিপোর্টে জানিয়েছে, এখনো পর্যন্ত সরকারি নির্দেশিকা পালন করে ১১,৩৩১ শিশুর দত্তকের কাজ সম্পন্ন হয়েছে। নতুন গাইডলাইন সিস্টেম পালন করে ২০১৮-১৯ থেকে ২০২০-২১ পর্যন্ত এই দত্তকের কাজ সম্পন্ন করা হয়েছে।