ক্ষমতায় এসে প্রথমেই ২৫ হাজার সরকারি চাকরির ঘোষনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, প্রথম বৈঠকেই কল্পতরু ভগবন্ত মান
মানের রাজ্যসভার ১০ মন্ত্রী আজকে শপথ নিলেন
পাঞ্জাবে ইতিহাস সৃষ্টি করে প্রথমবার ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। নির্বাচনে কংগ্রেস, বিজেপি, শিরোমণি অকালি দল সহ একাধিক বড় দল ও হেভিওয়েট নেতাকে পরাস্ত করে মানুষের রায়ে এবার সরকার চালাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন কমেডিয়ান অভিনেতা-সাংসদ ভগবন্ত সিং মান। ১১৭ টির মধ্যে ৯২ টি আসনে ভোটে জিতে এখন তিনি পাঞ্জাবের মাননীয় মুখ্যমন্ত্রী। আর তার জমানায় রাজ্যের শ্লোগান হতে চলেছে 'বাঢ়তা পাঞ্জাব'।
গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন মান, আর মন্ত্রীসভার প্রথম বৈঠকেই তিনি ২৫ হাজার সরকারি চাকরির প্রস্তাব পাশ করে দেন। এই ২৫ হাজারের মধ্যে ১০ হাজার শূন্যপদে নিযুক্ত হবে পাঞ্জাব পুলিশে বাকি ১৫ হাজার নিয়োগ করা হবে পাঞ্জাবের অন্যান্য সরকারি দপ্তরে। এদিন মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "এই ঐতিহাসিক সিদ্ধান্তে চাকরি পাবেন রাজ্যের যুবকরা। স্বচ্ছ এবং মেধা-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হবে। যার ফলে কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে। মোট ২৫ হাজার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১০ হাজার পাঞ্জাব পুলিশে, বাকি ১৫ হাজার পদ রয়েছে অন্যান্য দপ্তরে। আগামী এক মাসের মধ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।"
আজ, শনিবার ১০ ক্যাবিনেট মন্ত্রী শপথ নিয়েছেন মানের রাজ্যসভার। আর এই নিয়ে চাপা অসন্তোষের খবর উঠে আসছে। কারণ হল, বেশ কিছু বিধায়ক যারা হেভিওয়েট নেতাদের হারিয়েছিলেন তাদের জায়গা হয়নি মান সিংয়ের মন্ত্রীসভায়। সব মিলিয়ে চাপা ক্ষোভের খবর মিলছে।